সাধারণ জ্ঞান – আন্তর্জাতিক বিষয়াবলী MCQ

সাধারণ জ্ঞান – আন্তর্জাতিক বিষয়াবলী MCQ

 সাধারণ জ্ঞান – আন্তর্জাতিক বিষয়াবলী MCQ






 সাধারণ জ্ঞান – আন্তর্জাতিক বিষয়াবলী MCQ


প্রশ্ন ১। সার্ক দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ-
ক. নেপাল
খ. ভুটান
গ. শ্রীলংকা
ঘ. মালদ্বীপ
উত্তর: ঘ. মালদ্বীপ

প্রশ্ন ২। কোনটি সার্কভুক্ত দেশের রাজধানী নয়?
ক. ঢাকা
খ. কাঠমান্ডু
গ. ব্যাংকক
ঘ. থিম্পু
উত্তর: গ. ব্যাংকক

প্রশ্ন ৩। পেনাং কোন দেশের সমুদ্র বন্দর?
ক. ইন্দোনেশিয়া
খ. মালয়েশিয়া
গ. তাইওয়ান
ঘ. ফিলিপাইন
উত্তর: খ. মালয়েশিয়া

প্রশ্ন ৪। কোনটি দক্ষিণ এশিয়ার দেশ নয়?
ক. আফগানিস্তান
খ. মায়ানমার
গ. মালদ্বীপ
ঘ. ভুটান
উত্তর: খ. মায়ানমার

প্রশ্ন ৫। দক্ষিণ চীন সাগরে চীন নাইন ড্যাশ দেয় কবে?
ক. ১৯৪৭ সালে
খ. ১৯৯৯ সালে
গ. ২০১৮ সালে
ঘ. ২০১৯ সালে
উত্তর: ক. ১৯৪৭ সালে

প্রশ্ন ৬। Which is the capital city of Pakistan?
ক. Islamabad
খ. Rawalpindi
গ. Lahore
ঘ. Karachi
উত্তর: ক. Islamabad

প্রশ্ন ৭। তক্ষশীলা কোন দেশে অবস্থিত?
ক. ভারতে
খ. পাকিস্তানে
গ. শ্রীলংকায়
ঘ. আফগানিস্তানে
উত্তর: খ. পাকিস্তানে

প্রশ্ন ৮। পাকিস্তান কত সালে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়? ক. ১৯৯৭ সালে
খ. ১৯৯৮ সালে
গ. ১৯৯৯ সালে
ঘ. ২০০০ সালে
উত্তর: খ. ১৯৯৮ সালে

প্রশ্ন ৯। সোয়াত উপত্যকা কোন দেশে?
ক. পাকিস্তান
খ. ভারত
গ. আফগানিস্তান
ঘ. ইরান
উত্তর: ক. পাকিস্তান

প্রশ্ন ১০। ভুটানের জনগণ সে দেশের ইতিহাসে প্রথমবারের মতো কখন ভোটাধিকার প্রয়োগ করেন?
ক. জানুয়ারি ২০০৮
খ. জুন ২০০৬
গ. এপ্রিল ২০০৭
ঘ. মে ২০০৮
উত্তর: ঘ. মে ২০০৮

প্রশ্ন ১১। ভুটানের রাজধানী কী?
ক. থিম্পু
খ. কাঠমান্ডু
গ. গ্যাংটক
ঘ. কলম্বো
উত্তর: ক. থিম্পু

প্রশ্ন ১২। ফ্যাসিবাদের অগ্রদূত কে?
ক. মুসোলিনী
খ. হিটলার
গ. নিতসে
ঘ. বিসমার্ক
উত্তর: গ. নিতসে

প্রশ্ন ১৩। অনুরাধাপুর কোথায় অবস্থিত?
ক. ভুটান
খ. বাংলাদেশ
গ. শ্রীলংকা
ঘ. ভারত
উত্তর: গ. শ্রীলংকা

প্রশ্ন ১৪। OPEC থেকে কোন দেশ নিজেকে প্রত্যাহার করে নেয় ?
ক. নাইজেরিয়া
খ. লিবিয়া
গ. ভেনিজুয়েলা
ঘ. কাতার
উত্তর: ঘ. কাতার

প্রশ্ন ১৫। শ্রীলংকার রাজধানী-
ক. হ্যানয়
খ. কলম্বো
গ. রেঙ্গুন
ঘ. সায়গন
উত্তর: খ. কলম্বো

প্রশ্ন ১৬। নেপালের রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে কোন সালে?
ক. ২০০৫
খ. ২০০৬
গ. ২০০৭
ঘ. ২০০৮
উত্তর: ঘ. ২০০৮

প্রশ্ন ১৭। কোন দেশটি বলকান স্টেটের অন্তর্ভুক্ত নয়? ক. আলবেনিয়া
খ. সার্বিয়া
গ. হাঙ্গেরি
ঘ. লাটভিয়া
উত্তর: ঘ. লাটভিয়া

প্রশ্ন ১৮। ২০০৭ সালে নেপালে কত বছরের পুরনো রাজতন্ত্রের বিলোপ ঘটে?
ক. ২৩৫ বছর
খ. ২৪০ বছর
গ. ২৪৬ বছর
ঘ. ২৩৮ বছর
উত্তর: খ. ২৪০ বছর

প্রশ্ন ১৯। নেপালে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় কোন সালে?
ক. ১৯৯০
খ. ২০০৭
গ. ২০০৮
ঘ. ১৯৯১
উত্তর: গ. ২০০৮

প্রশ্ন ২০। নিচের কোন দেশটি তাদের সংবিধানে প্রেসিডেন্টের মেয়াদ বিষয়টি তুলে দিয়েছে?
ক. কিউবা ও উত্তর কোরিয়া
খ. রাশিয়া ও চীন
গ. রাশিয়া ও কিউবা
ঘ. চীন ও উত্তর কোরিয়া
উত্তর: ঘ. চীন ও উত্তর কোরিয়া

প্রশ্ন ২১। কোন দেশ সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কায় অন্য দেশে জমি ক্রয়ের চিন্তা করছে?
ক. মালদ্বীপ
খ. শ্রীলংকা
গ. ফিজি
ঘ. কোনোটি নয়
উত্তর: ক. মালদ্বীপ

প্রশ্ন ২২। মধ্য এশিয়ার কোন দেশটির সঙ্গে আফগানিস্তানের সীমান্ত নেই?
ক. তুর্কেমেনিস্তান
খ. তাজিকিস্তান
গ. উজবেকিস্তান
ঘ. কাজাকিস্তান
উত্তর: ঘ. কাজাকিস্তান

প্রশ্ন ২৩। আফগানিস্তানের কোন জাতিগোষ্ঠীর সদস্যরা সংখ্যাগরিষ্ঠ?
ক. পশতুন
খ. তাজিক
গ. উজবেক
ঘ. কুর্দি
উত্তর: ক. পশতুন

প্রশ্ন ২৪। পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধমূর্তিটি কোথায় অবস্থিত ছিল?
ক. সিংহল
খ. তিব্বত
গ. জাপান
ঘ. আফগানিস্তান
উত্তর: ঘ. আফগানিস্তান

প্রশ্ন ২৫। কান্দাহার কোন দেশের শহর?
ক. কাজাকিস্তান
খ. আফগানিস্তান
গ. ইরান
ঘ. কিরগিস্তান
উত্তর: খ. আফগানিস্তান

প্রশ্ন ২৬। যে শহরটি আফগানিস্তানের মধ্যে অবস্থিত নয়-
ক. হেরাত
খ. কান্দাহার
গ. কোয়াটা
ঘ. সাজার-ই শরীফ
উত্তর: গ. কোয়াটা

প্রশ্ন ২৭। আফগানিস্তান থেকে রাজতন্ত্র উৎখাত হয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৭২
খ. ১৯৭৩
গ. ১৯৭৯
ঘ. ১৯৮৯
উত্তর: খ. ১৯৭৩

প্রশ্ন ২৮। ভিয়েতনাম কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে?
ক. ব্রিটেন
খ. পর্তুগাল
গ. ফ্রান্স
ঘ. স্পেন
উত্তর: গ. ফ্রান্স

প্রশ্ন ২৯। ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী কে ছিলেন?
ক. নির্মলা সীতারাম
খ. ইন্দিরা গান্ধী
গ. সোনিয়া গান্ধী
ঘ. প্রতিভা পাতিল
উত্তর: খ. ইন্দিরা গান্ধী

প্রশ্ন ৩০। “What Happened” গ্রন্থের রচয়িতা?
ক. বারাক ওবামা
খ. হিলারি ক্লিনটন
গ. অং সান সুচি
ঘ. ফ্রান্সিস ফুকুয়ামা
উত্তর: খ. হিলারি ক্লিনটন


(C) Farunomia


Tags: general knowledge,generalknowledge,general knowledge quiz,general knowledge trivia,knowledge,basic knowledge,general knowledge quiz with answers,general knowledge quiz multiple choice,virtual pub quiz,trivia quiz,questions and answers,questions with answers,daily trivia quiz,trivia,quiz game,countriesthatdon'texist,pub trivia,mixed trivia,pub quiz questions,trivia quiz questions,test,quizzes,pub quiz,funwithflags

0 Response to " সাধারণ জ্ঞান – আন্তর্জাতিক বিষয়াবলী MCQ"

Post a Comment

YouTube Channel

Iklan Tengah Artikel 1

Submit Your Content

Copyright © 2023