কবিতা: পূর্ণতা

কবিতা: পূর্ণতা

 পূর্ণতা 

 জিএম ফখর উদ্দিন মজুমদার (আরিফ) 


হার না মানা লড়াই করে, পাবো মম পূর্ণতা। 

কাহারো সনে আপোস নহে, কাটিয়ে উঠবো শূন্যতা।


শূন্যতা কাটাইতে মোদের অন্তরে, নানা গোবর ধারণা। 

পূর্ণতা অন্বেষণে বিনে গিয়া, ধরা দেয় ছলনা।


যাইতে যাইতে অনেক দুর, মেলে না মোর আশা। 

ক্ষুদ্র একটি আলো দেখে, হারাইছি মুখের ভাষা।


আলোর নিকট যাইয়া মম, পিছে তাকাইয়া। 

দেখি পিঠে আরেকটি আলো, চলচঞ্চল হইয়া। 


আলো যদিও অতি ক্ষুদ্র বহ্নি, নিভু নিভু করে। 

ইহার সাহায্যে হাজার প্রদীপ,জ্বলিবে পূর্ণ ঘরে।


আলোক ধারে যাইয়া মম,দেখি মরীচিকা।

পিছন দিকে মিটিমিটি, দেখেছিলাম বর্তিকা।


পূর্ণতায় আমায় ধোকা দেয়, প্রতিবার ক্ষণে। 

শূন্যতা কাটাইতে মম গিয়াছিলাম,তাহার সনে।


পূর্ণতা নহে রাজ্য দেশ-বিদেশ, বিশ্ব পৃথিবীর কায়া। 

পূর্ণতা হলো নিজ আত্ম বক্ষে, নিজ অন্তরের ছায়া।




0 Response to "কবিতা: পূর্ণতা"

Post a Comment

YouTube Channel

Iklan Tengah Artikel 1

Submit Your Content

Copyright © 2023