যারা নতুন কলেজে উঠবে তাদের জন্য কিছু কথা । HSC 2024
» রঙিন ক্যাম্পাস দেখে নিজের লক্ষ্য ভুলে যেওনা।
» কোনো সম্পর্কে জড়াবে না।
» তোমার স্বপ্ন আর তোমার মা বাবার স্বপ্নের কথা মনে রাখবে।
» অধিক বই কিনবে না। একটি বই কিনবে আর সেটাই পড়বে। সবাই কেনে বলে তোমাকেও কিনতে হবে এমন কোনো কথা নেই।
উদ্ভিদ বিজ্ঞান - আবুল হাসান স্যার।
প্রাণীবিজ্ঞান - গাজী আজমল স্যার।
পদার্থবিজ্ঞান উভয় পত্র - আমির হোসেন স্যার।
রসায়ন উভয় পত্র - হাজারী ও নাগ স্যার।
উচ্চতর গণিত - এস ইউ আহমেদ বা অসীম কুমার সাহা।
ইংরেজি - অনুপম ( কলেজে যা বলে সেটা নিও )
বাংলা - ভাষারীতি ( এটাও কলেজ যা বলে )
আইসিটি - মুজিবুর রহমান / ফরহাদ মঞ্জুর/ অক্ষরপত্র
* এগুলো পড়লে এডমিশনে আর নতুন কিছু লাগবে না।
»» নিয়মিত অল্প হলেও পড়বে। কলেজে অনেক বেশী পড়াশোনা। তাই শুরু থেকে শুরু করা ভালো।
»» বন্ধু দেখেশুনে নির্বাচন করবে।
»» সব কিছুতে গা ভাসিয়ে দিবে না। তোমার পরিবার, মা বাবার সামনে যা করতে পারবে না, তা কলেজেও করবে না।
»» কঠিন, পারিনা এসব বলবে না। পড়োনি বলেই কঠিন, জানলে কিছুই কঠিন না। তাই সময়ের সাথে সাথে তুমিও পারবে এটা মেনে নিবে।
আজ এতটুকই। সামনে আরো কিছু লিখবো ইনশাল্লাহ।
শুভকামনা সবার জন্য।
Written By
Rakib Hasan
DMC K-77
Related- hsc,nsw hsc,7 news,news live,channel 7,seven news,7news live,latest news,sydney news,7 news live,dino lisjak,marko banjac,breaking news,australian news,7news australia,latest news today,new south wales’ top 2022 hsc students,somoy tv,somoy live,somoy,somoy tv live,somoy tv live tv,somoy news,live somoy tv,live stream somoy tv,somoy international,somoy tv live streaming,live streaming tv,bangla tv,today live news,bd tv live,live gazi tv,all bangla tv,bangladesh tv channel,tv live,latest news today,turkey earthquake,today earthquake in turkey,turkey earthquakes,turkey news,turkey earthquake now,turkey earthquake 2023,turkey earthquake news,earthquake hits turkey,studying for hsc,studying for exams,study tips for high school students,study tips for college students,study tips and tricks,hsc,study tips,high school,study schedule,study tip,education,exam study schedule,organising study plan,study planner,atar reaction,school,hsc result 2020,higher education,library,99 atar,year 12,exam study planner,how to get into uni,creating study plan,high atar,australia,how to get a 99 atar,99.95 atar,study plan
0 Response to "যারা নতুন কলেজে উঠবে তাদের জন্য কিছু কথা । HSC 2024"
Post a Comment