কবিতা: সেরে ওঠো পৃথিবী -মাহমুদা টুম্পা - Sere Utho Prithibi by Mahmuda Tumpa || Farunomia Club

কবিতা: সেরে ওঠো পৃথিবী -মাহমুদা টুম্পা - Sere Utho Prithibi by Mahmuda Tumpa || Farunomia Club

কবিতা: সেরে ওঠো পৃথিবী -মাহমুদা টুম্পা - Sere Utho Prithibi by Mahmuda Tumpa || Farunomia Club


সেরে ওঠো পৃথিবী

-মাহমুদা টুম্পা



সেরে ওঠো পৃথিবী
বিষাদময় কাল রূপ
তোমায় যে মানায় না
কবে ফিরে পাবো?
তোমার হাসিমাখা মুখ
সবুজ অরণ্যের রং
চিরপরিচিত সুর।
ওগো জননী,
সুস্থ হয়ে ওঠো
অসুস্থতা তোমাকে মানায় না,
তোমার অসুস্থতা কাবু করেছে
তোমার সন্তানদের।
মা না বাঁচলে
সন্তান বাঁচে কেমনে?
বলো মা- কবে ঠিক হবে,
তুমি যে শত শক্তির উৎস
তুমিহীনা অন্ধকার জীবনে
কী করে দেখবে আলো।
তোমার পদধ্বনিতে শুচি হোক ধরা
ফিরে আসুক প্রাণের সজীবতা।


কবিতা: সেরে ওঠো পৃথিবী
লিখেছেন:
মাহমুদা টুম্পা
শ্রেণিঃ বিবিএ
ব্যবস্থাপনা বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়
কুষ্টিয়া

-Farunomia Club


0 Response to "কবিতা: সেরে ওঠো পৃথিবী -মাহমুদা টুম্পা - Sere Utho Prithibi by Mahmuda Tumpa || Farunomia Club"

Post a Comment

YouTube Channel

Iklan Tengah Artikel 1

Submit Your Content

Copyright © 2023